বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, ভাড়াভিত্তিক মিলের পাটপণ্য রফতানির মাধ্যমে পাটখাত আবারো পুনরুজ্জীবিত হচ্ছে, ফিরে আসছে সোনালি আঁশের সুদিন। এসব মিলে নতুন করে তৈরি হচ্ছে কর্মসংস্থান। দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কেএফডি জুট মিলের কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন মন্ত্রী।
দীর্ঘদিন বন্ধ থাকা পাটকলগুলোকে রাষ্ট্রায়ত্ব মালিকানায় রেখে, বেসরকারি খাতকে ব্যবস্থাপনার দায়িত্ব দিচ্ছে সরকার। এরই ধারবাহিকতায় নরসিংদী ও কর্ণফুলী পাটকলের ইজারা দেয়া হয়েছে। তিনি বলেন, বেসরকারি খাতে দেওয়ার পর পুনরুজ্জীবিত হতে শুরু করেছে দেশের পাটশিল্প।
৬০০ শ্রমিক দিয়ে দৈনিক গড়ে ১০ টন পাটপণ্য উৎপাদন করছে চট্টগ্রামের কেএফডি জুট মিল। আগামী ছয় মাসের মধ্যে এই মিলে ১’শ টন পাটপণ্য উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে ইজারা প্রতিষ্ঠান ইউনিট্যাক্স।
এ সময় বস্ত্র ও পাটমন্ত্রীর সঙ্গে ছিলেন, একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো: নজরুল ইসলাম চৌধুরী এমপি, সচিব মো. আব্দুর রউফ, ইউনিট্যাক্স গ্রুপের পরিচালক ফারহান আহমেদ, হেড অব এডমিন দানেশ বিন ওয়ালি ও কো-অর্ডিনেটর সাকিব আহমেদ ছিদ্দীকিসহ কর্মকর্তারা।