ফিজির দুই বাসিন্দার শরীরে করোনার অমিক্রন ধরন শনাক্ত হয়েছে। দেশটিতে প্রবেশের সময় সীমান্তেই তাঁদের করোনা সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। দুজনকে দেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া হয়নি। খবর এএফপির
স্থানীয় সময় গতকাল সোমবার ফিজির স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্ত দুজন নাইজেরিয়ায় অবস্থান করছিলেন। গত ২৫ নভেম্বর তাঁরা হংকং হয়ে ফিজিতে আসেন। দুজনই আগে করোনার টিকা নিয়েছিলেন।
গত মাসে আফ্রিকায় করোনার অমিক্রন ধরন শনাক্ত হয়। এখন পর্যন্ত ৪০টি দেশে ছড়িয়েছে ধরনটি। আফ্রিকা অঞ্চলের দেশ হওয়ায় নাইজেরিয়াকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর জের ধরেই আক্রান্ত দুজনকে ফিজি সীমান্তে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।