আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, প্র্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা ভাইরাসের মোকাবেলায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ ।
তিনি গতকাল কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আইসিইউ লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স উপহার ও মেডিকেল কলেজের মতবিনিময় সভায় যোগদানকালে এ কথা বলেন।
কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও মেডিকেল কলেজের কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
জীবনের মায়া ভুলেগিয়ে করোনা আক্রান্ত রোগীর সেবা দিয়ে চিকিৎসকরাও মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেও জানান মাহবুবউল আলম হানিফ এমপি।