কক্সবাজার কর্তৃক দেশীয় অস্ত্র’সহ ছিনতাই চক্রের ০৬(ছয়) জন ছিনতাইকারী আটক।
কক্সবাজার জেলাকে ছিনতাই মুক্ত করার লক্ষ্যে মাননীয় পুলিশ সুপার, কক্সবাজার জেলা জনাব মোঃ মাহফুজুল ইসলাম,পিপিএম(বার) মহোদয়ের সার্বিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কক্সবাজার জনাব আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা(ডিবি), কক্সবাজার এর একটি চৌকস টিম গত ০৭/০৮/২০২৩ ইং তারিখ সন্ধ্যা হতে অদ্য ০৭/০৮/২০২৩ ইং তারিখ ভোর পর্যন্ত কক্সবাজার সদর পৌরসভাস্থ বাজারঘাটা এলাকায় নব নির্মিত ড্রেনের ভিতর হইতে ছিনতাইকারী ০১। মোঃ রনি প্রঃ নাক কাটা রনি(২০), পিতা-ইসহাক, মাতা-আনোয়ারা, সাং-উত্তর পাহাড়তলী, ০৭নং ওয়ার্ড, ০২। তাংচা রাখাইন(১৯), পিতা-থুই সে রাখাইন, মাতা-মাশি রাখাইন, সাং-বাজারঘাটা, ০৩নং ওয়ার্ড, ০৩। আবছার(২৮), পিতা-মৃত নূর মোহাম্মদ, মাতা-ওবায়দা বেগম, সাং-আলীর জাহান, ০৬নং ওয়ার্ড, সর্বথানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার, ০৪। সাদ্দাম হোসেন(১৯), পিতা-ইমান হোসেন, মাতা-ছমুদা বেগম, সাং-খুনিয়া পালং, থানা-রামু, জেলা-কক্সবাজার, এ/পিসাং-ইউছুপের ঘোনা, পূর্ব পাহাড়তলী, ০৭নং ওয়ার্ড, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার, ০৫। মোঃ রাজু(১৯), পিতা-সৈয়দ আহমদ, মাতা-গোলবাহার, সাং-পি.টি.এ স্কুল, ০৭নং ওয়ার্ড, ০৬। মোঃ সৌরভ(১৯), পিতা-ইমাম হোসেন প্রঃ চিক্কু, মাতা-আরজুন আরা বেগম, সাং-পূর্ব পাহাড়তলী, ইউছুপের ঘোনা, ০৭নং ওয়ার্ড, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার‘দের আটক করতে সক্ষম হয়। এসময় তাহাদের হেফাজত হইতে ০১। একটি কালো কস্টেপ পেচানো হাতল যুক্ত ফোল্ডিং ছুরি যাহা খোলা অবস্থায় লম্বায় ০৭ (সাত) ইঞ্চি, ০২। একটি কালো বাটের সুইস গিয়ার কাম গ্যাসলাইট টিপ ছুরি যাহা খোলা অবস্থায় লম্বায় ০৬ (ছয়) ইঞ্চি, ০৩। একটি কালো বাটযুক্ত স্টিলের ছুরি যাহা বাট সহ লম্বায় ১১ (এগারো) ইঞ্চি, ০৪। একটি খয়েরী বাটের সুইস গিয়ার কাম গ্যাসলাইট টিপ ছুরি যাহা খোলা অবস্থায় লম্বায় ০৬ (ছয়) ইঞ্চি, ০৫। একটি কাটার যাহা খোলা অবস্থায় লম্বায় ০৭ (সাত) ইঞ্চি, ০৬। একটি হলুদ কালো রংয়ের বাট সংযুক্ত প্লাস যাহা লম্বায় ৬.৫ (সাড়ে ছয় )ইঞ্চি, ০৭। একটি কেচি যাহা লম্বায় ৪.৫ (সাড়ে চার) ইঞ্চি, ০৮। একটি লোহার বাট যুক্ত রামদা যাহা লম্বায় ২৯.৫ (উনত্রিশ দশমিক পাচ) ইঞ্চি, ০৯। একটি এসএস পাইপ যাহা লম্বায় ৩৫.৫(পঁয়ত্রিশ দশমিক পাঁচ) ইঞ্চি কক্সবাজার সদর পৌরসভাস্থ বাজারঘাটা এলাকার চারুকা আর্ট এন্ড ডিজিটাল প্রিন্ট দোকান এর সামনে ড্রেনের ভিতর হইতে উদ্ধার করা হয়। বর্ণিত ড্রেনের ভিতরে শুকনো থাকায় উল্লেখিত আসামীগণ তাহাদের ব্যবহৃত এসব দেশীয় অস্ত্র-শস্ত্র উক্ত ড্রেনের মধ্যে সু-কৌশলে সংরক্ষন করে তাহারা শহরের বিভিন্ন পেশাজীবি মানুষকে টার্গেট করে একত্রিত হয়ে এসব অস্ত্র শস্ত্র দ্বারা মানুষকে আঘাত তথা জিম্মি করে মূল্যবান জিনিসপত্র সহ টাকা পয়সা হাতিয়ে নিয়ে গিয়ে উক্ত ড্রেনে ছিনতাইকৃত মালামাল সংরক্ষন তথা সু-কৌশলে তাহারা উক্ত ড্রেনে অবস্থান করে। আসামীদের জিজ্ঞাসাবাদে তাহারা পেশাদার ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য বলিয়া স্বীকার করে। স্থানীয়ভাবে জানা যায়, গ্রেফতারকৃত ও অজ্ঞাতনামা আসামীরা নির্মানাধীন ড্রেনের ভিতর সু-কৌশলে অবস্থান করিয়া প্রায় সময় মাদক সেবন সহ ছিনতাই ও ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়া অবস্থান করে। উল্লেখ্য যে, এই ছিনতাই চক্রের সদস্যরা মূলত কক্সবাজার শহর এলাকায় নির্জন স্থানে অবস্থান করে পুলিশের গতিবিধির উপর নজর রেখে বিভিন্ন দলে ভাগ হয়ে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত ছিনতাই করে থাকে। আটককৃতরা পেশাদার ছিনতাইকারী। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে হত্যা, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই, অস্ত্র মাদক উদ্ধারের ঘটনায় একাধিক মামলা রয়েছে।
উক্ত বিষয়ে কক্সবাজার সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হইয়াছে।
আরও দেখুন
1 month ago