নেত্রকোনার মদনে প্রেমিকের সঙ্গে অভিমান করে মাছুমা আক্তার (২৪) নামের এক প্রেমিকা আত্মহত্যা করেছেন। সোমবার (৬ ডিসেম্বর) বিকেলে নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আগে আটপাড়া উপজেলার তেলিগাতী এলাকার প্রবাসী মোমেন নামের এক যুবকের সঙ্গে মাছুমা আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মোমেনের পরিবারের লোকজন মাছুমা আক্তারকে অপছন্দ করায় তাদের বিয়ে ভেঙে যায়। পরে মদন উপজেলার নায়েকপুর এলাকার জাহাঙ্গীরের সঙ্গে এক মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় মাছুমা।
প্রেমিক মোমেন মাছুমার স্বামী জাহাঙ্গীরের নিকট তাদের পূর্বের প্রেমকাহিনী বলে দেন। এতে জাহাঙ্গীর ও মাছুমার মধ্যে কলহ সৃষ্টি হয়। পরে দুজনের পরিবারের লোকজনের সম্মতিতে ২৮ অক্টোবর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। সোমবার মোমেনের সঙ্গে মোবাইল ফোনে কথা কাটাকাটির এক পর্যায়ে নিজ বসতঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন মাছুমা আক্তার।