শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তিলছাড়া বাসস্ট্যান্ডে ট্রাকের ধাক্কায় আফতাব মণ্ডল (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় নিহতের ফুফাতো ভাই সান্টু মণ্ডল আহত হন। নিহত আফতাব মণ্ডল পাবনা জেলার সুজানগর উপজেলার কামালপুর গ্রামের সাহেব আলী মণ্ডলের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. সোলায়মান জানান, নিহত আফতাব মণ্ডল তার ফুফাতো ভাই সান্টু মণ্ডলকে নিয়ে মোটরসাইকেলে করে উপজেলার তিলছাড়া গ্রাম থেকে কাশিয়ানী উপজেলা সদরে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি লিংক রোড থেকে ঢাকা-খুলনা মহাসড়কে ওঠার সময় দ্রুতগামী একটি ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।