চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের উদ্যোগে দিনব্যাপি কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক বন দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০:০০ টায় চবি শহীদ মিনার চত্বর থেকে চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, চবি বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন। র্যালি শেষে মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্য (একাডেমিক) চবি শহীদ আবদুর রব হল এলাকায় ২টি ‘বৈলাম গাছের চারা’ রোপন করেন।
মাননীয় উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, পরিবেশ সুরক্ষা তথা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বন সম্পদের গুরুত্ব অপরিসীম। তিনি আরও বলেন, বিশ্বব্যাপি জলবায়ু পরিবর্তনের ফলে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ থেকে সবুজ পৃথিবীকে রক্ষা করতে হলে বনায়নের বিকল্প নেই। প্রসঙ্গক্রমে মাননীয় উপাচার্য বলেন, একশ্রেণির অবিবেচক লোভী মানুষ অর্থ উপার্জনের জন্য নির্বিচারে বন-জঙ্গল উজাড় করে পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এটা কখনও কাম্য নয়। এ সকল লোভী মানুষদের প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে সকলকে এগিয়ে আসতে হবে।