গতকাল শুক্রবার (১৯ নভেম্বর) চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর ১’শ ৫ তম জন্নদিন। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে জন্মদিন উদযাপনের আয়োজন করে চট্টগ্রাম প্রেস ক্লাব। ক্লাবের সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী ও ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী। চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেসক্লাব ও সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় বাংলাদেশের স্বাধীনতা ও পাকিস্তানের হাত থেকে বঙ্গবন্ধুর মুক্তির জন্য ইন্দিরা গান্ধীর অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন বক্তারা। পরে কেক কেটে ইন্দিরা গান্ধীর জন্মদিন উদযাপন করা হয়।
Leave a Reply