দুপুরে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এর আয়োজন করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী। এতে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এতে বক্তারা বাংলাদেশকে এগিয়ে নিতে শেখ হাসিনা সরকারের উন্নয়নমূলক কাজগুলো জনগণের মাঝে প্রচারে নেতাকর্মীদের প্রতি আহ্ববান জানান।