কক্সবাজারের রামু প্রজ্ঞামিত্র ভিক্ষু সমিতির সভাপতি ও প্রজ্ঞামিত্র বনবিহারের প্রয়াত অধ্যক্ষ শারমিত্র মহাথেরর পেটিকাবদ্ধ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ সোমবার সকালে পেটিকাবদ্ধ অনুষ্ঠান উপলক্ষ্যে উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারে আয়োজন করা হয় মহাসংঘদান ও ধর্মসভার।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু একুশে পদকপ্রাপ্ত ড. জ্ঞানশ্রী মহাথের।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার- ৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের প্রাক্তণ চেয়ারম্যান ড. সুকুমল বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া, রামু হাসপাতালের প্রধান ডাঃ নোবেল কুমার বড়ুয়া প্রমূখ।
এসময় বক্তারা বলেন, শারমিত্র মহাথের একজন বিনয়শীল বৌদ্ধ সাধক ও উদার ধর্মীয় গুরু ছিলেন। দক্ষিণাঞ্চলে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার প্রয়াণের শূণ্যতা কখনও পূরণ হওয়ার নয়৷
ভদন্ত সারমিত্র মহাথের গত ১৯ এপ্রিল, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। অন্তত ৪৫ বছর ব্যাপী তিনি ব্রহ্মচর্য জীবনে কাটিয়েছে
Leave a Reply