চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, খাবারে রং ব্যবহার ও পোকাধরা বেগুন দিয়ে বেগুনি তৈরির অপরাধে কাচ্চি ডাইনকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও সাময়িক সময়ের জন্য প্রতিষ্ঠানটিতে তালা লাগিয়ে বন্ধ করে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে নগরীর চকবাজারে চালানো এই অভিযানে জামান হোটেলকেও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অভিযানে দুটি প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়ায় জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রান্না ও খাবার পরিবেশন করা হয় সেই বিষয়ে সতর্ক করা হয় প্রতিষ্ঠান দুটিকে। ভোক্তাদের স্বার্থ ক্ষুন্ন হয় এমন যেকোন অপরাধে ভোক্তা অধিকার জিরো টলারেন্স জানিয়ে অভিযান অব্যাহত থাকার কথা জানায় সংস্থাটি।