সকাল থেকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয় বেশকিছু অবৈধ স্থাপনা।
জেটি ঘাটের ৬১ শতক জমি বন্দর থেকে ইজারা নেয় একটি প্রতিষ্ঠান। শর্ত ভঙ্গ করে সেখানে প্রতিষ্ঠান গড়ে তোলার দায়ে ইজারা বাতিল করলে আদালতের সরনাপন্ন হয় প্রতিষ্ঠানটি। নিম্ম থেকে উচ্চ আদালতে ২০ বছর ঘুরাঘুরির পর গত সপ্তাহে উচ্ছেদের রায় পায় বন্দর।
বন্দরের ৬১ শতক এই জায়গার আনুমানিক মূল্য শতকোটি টাকা। জায়গাটি পুনরায় বেদখলের হাত থেকে মুক্ত করতে সীমানা প্রাচীর নির্মানের কথা জানায় বন্দর কতৃপক্ষ। ইজারা নেয়ার পর সেখানে বিভিন্ন কারখানা ও গুদাম তৈরি করা হয়। উচ্ছেদের পূর্বে নোটিশ দেয়া হলেও তা সরিয়ে নেয়া হয়নি বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।