আলমডাঙ্গার কালিদাসপুরে পুরাতন স্থাপনা ভাঙার সময় দেয়াল ভেঙে পড়লে মনিরুল ইসলাম নামের ওই শ্রমিকের মৃত্যু ঘটে। নিহত মনিরুল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ইসলাম উপজেলার আসাননগর গ্রামের সোনা মন্ডলের ছেলে।
আজ শনিবার (১২ মার্চ) সকাল ৯টার দিকে কালিদাসপুরে জয়নাল আবেদীন নামের এক ব্যক্তির পুরাতন স্থাপনা ভাঙছিলেন। একপর্যায়ে দেয়ালটির একটা বড় অংশ ভেঙে পড়ে। এসময় দেয়ালের নীচে চাপা পড়েন মনিরুল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
ওই স্থাপনার মালিক জয়নাল আবেদীন জানান, দেয়ালের সাথে বাঁশের আড়া ছিল। সেটা ধরে টান দেওয়ায় ওই শ্রমিকের ওপর তা ভেঙে পড়ে। তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় ফাতেমা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, এ দুর্ঘটনার কথা অবগত হয়েছি। পুলিশ ঘটনাস্থলে রওয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।