দুই কন্যার পর এবার প্রথমবারের মতো পুত্র সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল সাকিব-শিশিরের ঘর আলো করে পৃথিবীতে আসে তাদের তৃতীয় সন্তান।
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের একটি হাসপাতালে জন্ম হয় সাকিবের ছেলের। চলতি বছরের ১ জানুয়ারি সাকিব তার ফেসবুক পাতায় ছবিসহ একটি পোস্ট শেয়ার করে জানিয়েছিলেন, তৃতীয়বারের মতো বাবা হতে যাওয়ার বিষয়টি।
২০১২ সালের ১২ ডিসেম্বর (১২/১২/১২) উম্মে হাসান শিশিরকে বিয়ে করেন সাকিব আল হাসান। এরপর কেটে গেছে ৮টি বছর। এর মধ্যে তাদের ঘর আলো করে এলো তিন সন্তান। আগের দু’জন ছিল কন্যা সন্তান। বড় কন্যার নাম আলাইনা হাসান অব্রি। জন্ম নেয় ২০১৬ সালে। এরপর গত বছর (২০২০) এপ্রিলে তাদের ঘর আলো করে আসে দ্বিতীয় কন্যা সন্তান ইরাম হাসান।
নিজের তৃতীয় সন্তানের জন্ম উপলক্ষে মার্চের নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নেন সাকিব। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার জন্যে ছুটি নেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে। বিসিবি তার ছুটি মঞ্জুর করায় টানা দুটি সিরিজে দলের সেরা ক্রিকেটারকে পাচ্ছে না বাংলাদেশ।