চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ লিংক রোডে অবৈধভাবে পাহাড়কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ওমর ফারুকের নেতৃত্বে দুপুরে এই অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেয়া পুলিশ জানিয়েছে, আকবর হোসেন খোকন নামে এক ব্যক্তি বেআইনি ভাবে পাহাড় কাটছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে পাহাড় কাটার সাথে জড়িতরা পলিয়ে যায়। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ওমর ফারুক জানান, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামে পাহাড়কাটার বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে। বায়োজিদ লিংক রোডে যারা পাহাড়কাটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বরেও জানান তিনি।