তামান্না শুধু এইচএসসিই নয়, পিইসি, জেএসসি ও এসএসসিতেও পেয়েছেন জিপিএ-৫। প্রতিটি পাবলিক পরীক্ষায় তামান্নার এই সাফল্যের জন্য তাকে ধন্যবাদ প্রস্তাব পাঠাবে সংসদীয় কমিটি।
বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে তাকে ধন্যবাদ প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত হয়।বৈঠক শেষে কমিটির সভাপতি রাশেদ খান মেনন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
বিষয়টি উল্লেখ করে মেনন বলেন, ‘তামান্না আক্তার নূরা শুধু এইচএসসি নয়, সাফল্য দেখিয়েছেন পাবলিক পরীক্ষা পিইসি, জেএসসি, এসএসসিতেও। তিনি সময়ের সঙ্গে যুদ্ধ করে প্রত্যেক ক্ষেত্রে জয়ী হয়েছেন। প্রত্যেকটি পাবলিক পরীক্ষায় তিনি জিপিএ-৫ পেয়েছেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও তাকে ফোন দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তাই সংসদীয় কমিটির পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা জানানো হয়।