টানা ৪ দিনের অবিরাম বৃষ্টিতে কক্সবাজারের অধিকাংশ নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়ে বন্যার আকার ধারণ করেছে। ডুবে গেছে বন্যার্তদের বাড়িঘর। ক্ষতি হয়েছে গ্রামের গরিব দুঃখী কৃষকের ফসল ও। এমন দুর্বিসহ পানিবন্ধীদের খোজ নিতে পানিতে প্লাবিত রামুর পশ্চিম নোনাছড়ি,চাকমারকুল,কলঘর বাজার,গর্জনিয়া ও কাউয়ার কুপ সহ বেশ কয়েকটি গ্রামে তিন শতাধিক ত্রাণ বিতরণ করে কক্সবাজার জেলা ছাত্রলীগ। দুর্যোগ মোকাবেলার জন্য কক্সবাজার জেলা ছাত্রলীগের বিশেষ টিম “দুর্যোগ ব্যবস্থাপনা স্কোয়াড” সদা আপামর জনতার দু্র্যোগে,সংকটে ও সংশয়ে কাজ করে যাচ্ছে বলে জানান কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন। এমন দুর্যোগকালে বন্যায় ক্ষতিগ্রস্থরা ছাত্রলীগকে পাশে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করতে ভুলেননি তারা। জেলা ছাত্রলীগের এই মানবিক উদ্যোগ জেলার বন্যার্ত সকলের জন্য অব্যাহত থাকবে বলেন ছাত্রলীগের নেতাকর্মীরা।