ইমরান হাসমিকে দেড় দশকের বেশি সময় ধরে বিভিন্ন নায়িকার সঙ্গে অন্তঃরঙ্গ দৃশ্যে দেখা গেছে। মল্লিকা শেরাওয়াত, জ্যাকলিন ফার্নান্দেজ, তনুশ্রী দত্ত, নার্গিস ফাকরি সহ বহু নামী নায়িকাকে পর্দায় চুম্বন করতে দেখা গেছে ইমরান হাসমিকে।
এবার এমন এক ঘটনা সামনে এল যা শুনে চমকে যাবেন ভক্তরা। আজহার সিনেমাতে একসঙ্গে কাজ করেছিলেন নার্গিস ও ইমরান। সাবেক ভারতীয় অধিনায়ককে নিয়ে তৈরি এই বায়োপিকে সংগীতা বিজলানির চরিত্রে দেখা যায় নার্গিসকে। ছবিতে বেশ কয়েকটি ‘কিসিং সিন’ ছিল। এমনই একটি দৃশ্যে নার্গিসকে চুম্বনরত ইমরান পরিচালক কাট বলার পরও থামেননি। ক্যামেরা বন্ধ হওয়ার পরও চুমু চলছিল।
বিষয়টি সামনে আসার পর থেকে চলছে আলোচনা সমালোচনা। ২০১৬ সালে এই ছবির শ্যুটিং করতে বিদেশে যান নার্গিস ও ইমরান। একটি গানের শ্যুটিং করছিলেন তারা। গানটি ছিল- বোল দো না জারা। শোনা যায়, লন্ডনের শীতে শ্যুট করা হয়েছিল গোটা গানটি। প্রায় পাঁচটা কিসিং সিন ছিল নার্গিস ও ইমরানের।