নড়াইল জেলার আড়পার গ্রামে মৃত -মোয়াজ্জেম শেখ এর ছেলে মামুদ শেখ এর দোকান চুরি হয়েছে গতরাতে। মামুদ শেখ এর দোকান থেকে নগদ ৮০,০০০ হাজার টাকা ছিল যায় মধ্যে দোকানের ৬০,০০০হাজার আর মসজিদের ২০,০০০হাজার। মামুদ শেখ আড়পার গ্রামের একটা মসজিদের সেক্রেটারি।
মামুদ শেখ বলেন তার দোকানের ১৫,০০০হাজার টাকার মিনিট কার্ড ছিলো আর ৪০,০০০হাজার টাকার সিগারেট সেগুলো চুরি হয়।
আরো বলেন তার দোকান থেকে সাবান , সয়াবিন তেল, খাবার স্পিড ইত্যাদি তার দোকান থেকে চুরি হয়েছে। মামুূদ শেখ মির্জাপুর পুলিশ ফাড়িতে অভিযোগ করেছে।
পুলিশ বলেছে আমরা তদন্ত করে চোর ধরবার চেষ্টা করছি। এ ঘটনায় মামুদ শেখ মানসিক ভাবে ভেঙে পড়েছে।
Leave a Reply