ন্যায়ভিত্তিক, বিতর্কভিত্তিক, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গঠন
করার জন্য বিতর্কের প্রয়োজন রয়েছে। ন্যায়ভিত্তিক সমাজ
প্রতিষ্ঠায় বিতর্ক প্রতিযোগিতা অবদান রাখবে মন্তব্য করেন
তিনি।
শুক্রবার দুপুরে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে বির্তক
প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি
প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বক্তব্য
রাখেন বাংলাদেশ টেলিভিশন এর মহাপরিচালক সোহরাব হোসেন,
সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ অন্যরা।
বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ টেক্সটাইল
বিশ্ববিদ্যালয় দল। আর রানার্স আপ হয়েছে জাহাঙ্গিরনগর
বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিালাতুন্নেছা মুজিব হল।
দেশের স্নাতক ও স্নাতোকোত্তর পর্যায়ের ১০৪ টি শিক্ষা
প্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়।