পিরোজপুরের নেছারাবাদ উপজেলার পূর্ব গুয়ারেখা গ্রামে আজ সোমবার দুপুরে বজ্রপাতে এক দম্পতির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন উপজেলার পূর্ব গুয়ারেখা গ্রামের আবুল কালাম (৫৫) ও তাঁর স্ত্রী জাহানারা বেগম (৫০)।আবুল কালাম উপজেলার পূর্ব গুয়ারেখা গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার দুপুরে বৃষ্টি শুরু হলে আবুল কালাম ও তাঁর স্ত্রী জাহানারা বেগম বাড়ির আঙিনায় ছাগলের ঘরের চালে পলিথিন টানাতে যান। বেলা দেড়টার দিকে পলিথিন টানানোর সময় হঠাৎ বজ্রপাতে আবুল কালাম ও জাহানারা বেগম গুরুতর আহত হন। প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে পার্শ্ববর্তী পিরোজপুর সদর উপজেলার কলাখালী বাজারের পল্লি চিকিৎসক সজলের কাছে নিয়ে গেলে তিনি তাঁদের মৃত ঘোষণা করেন। ওই দম্পতির চারটি সন্তান রয়েছে।
উপজেলার গুয়ারেখা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর বলেন, বজ্রপাতে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যুতে ওই এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।