কক্সবাজার সমুদ্র সৈকতসহ আশেপাশের এলাকা থেকে চার শতাধিক রোহিঙ্গাকে আ্টক করেছে পুলিশ। আটকদের মধ্যে বেশিরভাগ শিশু। তারা ক্যাম্পের বাইরে আসতে হলে যে অনুমতি নেয়ার নিয়ম রয়েছে তা ভঙ্গ করেছেন। সে জন্য তাদের আটক করা হচ্ছে। এছাড়া পর্যটকদের বিরক্ত করার অভিযোগও পেয়েছে পুলিশ
বুধবার বিকেল সাড়ে চারটার দিকে সৈকতের বিভিন্ন পয়েন্ট থেকে তাদের আটক করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত মো. সেলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সমুদ্র সৈকত ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে রোহিঙ্গারা পর্যটকদের বিরক্ত করছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান শুরু করে। এ পর্যন্ত চার শতাধিক রোহিঙ্গা আটক করা হয়েছে। তাদের বেশিরভাগ শিশু। পুলিশ পৃথকভাবে বিভক্ত হয়ে এখনও অভিযান অব্যহত রেখেছে।
কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস
জানান, আটক রোহিঙ্গারা কিভাবে সৈকত পর্যন্ত পৌছেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এসব রোহিঙ্গাকে প্রথমে থানায় আনা হচ্ছে। সেখান থেকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের কাছে হস্তান্তর করা হতে পারে।