মাজেম আলী (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে রাজধানীর মধ্য বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে মাথায় রড পড়ে। তিনি নির্মাণাধীন ওই ভবনের ঠিকাদার ছিলেন।
বুধবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।
নিহত মাজেম আলীর বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ঘোড়াশাল গ্রামে।
নিহতের ছেলে আসাদুজ্জামান মিলন বলেন, বাবা বিকেলে এই নির্মাণাধীন ভবনের কাজ দেখতে যান। হঠাৎ ওপর থেকে মাথায় রড পড়ে গুরুতর আহত হন। রাত সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডে মারা যান।