নির্বাচনী সহিংসতায় আহত বাবুল শিকদার (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন খুলনায়। তিনি তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. মহসিনের সমর্থক ছিলেন।
স্থানীয়রা জানান, নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে তেরখাদা মধুপুর ইউনিয়নের কুলাপাটগাতি গ্রামের বাবুল শিকদারকে প্রতিপক্ষের লোকজন শনিবার (২৭ নভেম্বর) দিনগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে হাতুড়িপেটাসহ ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত বাবুল শিকদারকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতাল পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার (২৮ নভেম্বর) ভোর ৬টা ১৫ মিনিটে বাবুল শিকদার মৃত্যুবরণ করেন। বর্তমানে তার মরদেহ খুমেক হাসপাতালে রয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।