চট্টগ্রাম কারাগারে নিখোঁজ বন্দি ফরহাদ হোসেন রুবেলকে খুুজতে কারা অভ্যন্তরের বিভিন্ন জায়গায় ফায়ার সার্ভিসের মাধ্যমে তল্লাশী শুরু করেছে কারা কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটি। এর আগে সকালে তদন্ত কমিটি চট্টগ্রাম কারাগারের ডিআইজি প্রিজনের কার্যালয়ে বিভিন্ন জনের সাথে আলোচনা করেন। সেখান থেকে বেরিয়ে তদন্ত কমিটির প্রধান ও খুলনা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক ছগির মিয়া সাংবাদিদের বলেন, সমন্বিতভাবে সব কিছু মাথায় রেখে তদন্ত কাজ করা হচ্ছে। নিখোঁজ রুবেলের অবস্থান পরিষ্কার করতে রাষ্ট্রীয় সকল বিষয়গুলোর সমন্বর করে তদন্ত করা হবে। এর জন্য কারাগারের ভিতর ফায়ার সার্ভিস দিয়ে তল্লাশী করা হচ্ছে। তবে কারা কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি জেলা প্রশাসন কর্তৃৃক গঠিত তদন্ত কমিটির সাথে এখনো একমত নয় বলেও জানান তিনি। পরে তদন্ত কমিটি কারাগারের ভিতরে গিয়ে তদন্ত কাজ শুরু করেন। কমিটির অন্য দুই সদস্য হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার ইকবাল হোসেন ও বান্দরবান জেলা কারাগারের ডেপুটি জেলার ফোরকান ওয়াহিদ। তাদের সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর গত শনিবার থেকে ফরহাদ হোসেন রুবেল কারাগারে নিখোঁজ হন।নিখোঁজ হাজতি রুবেল নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মীরেরকান্দি গ্রামের শুক্কুর আলী ভাণ্ডারির ছেলে। রুবেল নগরীর সদরঘাট থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি। গত ৮ ফেব্রুয়ারি আগ্রাবাদের মিস্ত্রিপাড়া থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ৯ ফেব্রুয়ারি থেকে তিনি কারাগারে ছিলেন। এই ঘটনায় কারা কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেন। ইতোমধ্যে এই ঘটনায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার ও ডেপুটি জেলারকে প্রত্যাহার করা হয়েছে। দুই কারারক্ষীকে বরখাস্তও করা হয়েছে