নাসরিন স্পোর্টস একাডেমি, বসুন্ধরা কিংসের পর আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের বিপক্ষেও ওয়াক ওভার দিয়েছে নারী ফুটবল লিগের দল কাচিঝুলি স্পোর্টিং ক্লাব। তিন ম্যাচ না খেলায় দলটি এখন বড় শাস্তির মুখে।সোমবার কমলাপুর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকেল ৩টায় নির্ধারিত ছিল আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব ও ময়মনসিংহের কাচিঝুলি স্পোর্টিং ক্লাবের ম্যাচ।প্রতিপক্ষ না আসায় ওয়াকওভার পেয়েছে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। নাসরিন স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংসের মতো আতাউর রহমান কলেজকেও বিজয়ী ঘোষণা করা হবে ৩-০ গোলে।প্রথমে নাসরিন স্পোর্টস একাডেমির বিপক্ষে ম্যাচের দিন খেলোয়াড়দের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট না থাকায় মাঠে আসার পরও খেলতে পারেনি কাচিঝুলি স্পোর্টিং ক্লাব।পরের দুই ম্যাচে তারা মাঠেই আসেনি। এখন চরম শৃঙ্খলাভঙ্গের কারণে দলটির ভাগ্যে কী আছে তা ঠিক করবে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি।