কক্সবাজার জেলায় ঈদগাঁও থানার অভিযানে নারী নির্যাতন মামলার আসামি আটক হয়েছে। বুধবার এক অভিযানে তাকে আটক করা হয়। আটক জসিম উদ্দিন চামিল্লা (২১) চকরিয়া উপজেলার ফুকু মিয়ার পুত্র।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, কক্সবাজার এর অধিযাচন পত্রের আলোকে তাকে আটক করা হয় বলে জানান ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিম।
সে চকোরিয়া থানায় ২০০০ সনে দায়েরকৃত মামলা নং-৪১, তারিখ-২২/৩/২০১৮, ধারা- ১১(ক)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর পলাতক আসামি । পরে তাকে চকরিয়া থানায় সোপর্দ করা হয়।