নদীর পাড় কেটে বালু উত্তোলনের দায়ে ১৬ জনকে অর্থদণ্ড এবং দুইজনকে অর্থ ও কারা উভয় দণ্ড দেওয়া হয়েছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটায়ে।
নদীর সীমান্তবর্তী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর ) রাতে উপজেলার যাদুকাটায় এ দণ্ড দেওয়া হয়। এ সময় বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তাহিরপুরের ইউএনও মো. রায়হান কবির।
ইউএনও’র কার্যালয় সূত্র জানায়, ১০টি মামলায় ১৬ জন অভিযুক্ত ব্যক্তিকে আট লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আরো দুইটি মামলায় দুইজনকে দুই লাখ টাকা জরিমানাসহ প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড এবং জরিমানা অনাদায়ে আরো ২০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযান অব্যাহত থাকবে।’