অবশেষে ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা নতুন পরিসরে নতুন জায়গায় শুরু হলো। গতকাল শনিবার সকালে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ভার্চুয়ালি যুক্ত থেকে মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিন। এর আগে ২৫টি মেলা অনুষ্ঠিত হয় রাজধানীর শেরেবাংলানগরের খোলা জায়গায়।
গতকাল উদ্বোধনের পরপরই বাণিজ্য মেলায় ভিড় করতে শুরু করেছেন ক্রেতা-দর্শনার্থীরা। তবে এখনো মেলা আঙিনায় স্টল প্যাভিলিয়নের নির্মাণকাজ চলছে। এর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠান পসরা সাজিয়ে বসেছে। মেলা ঘুরে দেখা যায়, বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে দেখছেন দর্শনার্থীরা। দর্শনার্থী ফাহিম শেখ কালের বলেন ‘মেলার আজ প্রথম দিন। স্টলই এখনো সাজানো শেষ হয়নি। এর পরও মনে হচ্ছে, রাজধানীর শেরেবাংলানগরের চেয়ে এখানকার আয়োজন বেশ জাঁকজমকপূর্ণই হবে।