নগরের পাথরঘাটায় সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডে বংশাল রোড়ে প্রদীপ বাতি জ্বালিয়ে ও জাতীয় সংগিত পরিবেশনের মাধ্যমে শুরু হয় সাম্প্রদায়িক সম্প্রতি সমাবেশ।
স্থানীয় কাউন্সিলর পুলক খাস্তগীরের সভাপতিত্বে মাওলানা নূর মোহাম্মদ, শ্রী বাদল ভট্টাচার্য্য, ফাদার সজল কস্তা ,এম বোদি প্রিয় মহাথেরো অনুষ্ঠানিক উদ্ভোধন করেন এ সাম্প্রদায়িক সম্প্রতি সমাবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক।
এসময় মহিলা কাউন্সিলর লুৎফুরনেছা দোভাষ বেবি,মহিলা কাউন্সিলর রোজি, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনছুর,কোতোয়ালী থানা অফিসার ইনর্চাজ মো: নেজাম উদ্দীন,জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন , পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আবসার উদ্দীনসহ ধর্মীয়, সংস্কৃতিক ,রাজনৈতিক ,সামাজিক,প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন,আমাদের মাঝে কিছু দুস্কৃতিকারী আছে আজ তাদের জন্যে আমাদের সম্পদ্রায়িক সম্প্রীতি সমাবেশ করতে হচ্ছে , তারাই বাংগালীর হাজার বছরের সংস্কৃতি নষ্ট করতে চাই।তাদেরকে সম্মিলিত ভাবে মোকাবেলা করতে হবে। এইসব সম্পদ্রায়িক সম্প্রীতি বিনষ্টকারীদেরকে কেউ প্রছন্দ করে না।প্রত্যেক র্ধম শান্তি চাই।সম্পদ্রায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা সমাজ, জাতি ও রাষ্ট্রের শত্রু।তাদের উপড়ে ফেলতে হবে।