দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামের বাজারগুলোতে আলাদাভাবে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও ভোক্তা সংরক্ষণ অধিদফতর । সকাল থেকে নগরীর কর্ণফুলী মার্কেট, চৌমুহনী বাজার, চকবাজার কাঁচাবাজারসহ কয়েকটি বাজারে অভিযান চলায়।এসময় মুল্য তালিকা না রাখা, মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় কয়েকটি দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের কারণে ক্রেতা বিক্রেতাদের মাঝে সচেতনতা তৈরি হয়েছে। ক্রেতারা যেমন মূল্য তালিকা দেখে পণ্য কিনছেন তেমনি বিক্রেতারাও বেশি দামে পণ্য বিক্রি করতে পারছে না। কোথাও অনিয়ম পেলে কিংবা কোনো ভোক্তা অভিযোগ করতে তদন্ত সাপেক্ষে সেখানে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তারা। এদিকে অভিযানের সময় সঠিক দামে পণ্য বিক্রি হলেও অভিযান শেষে আবারও বেশি দামে পণ্য বিক্রির অভিযোগ করছেন ক্রেতারা।