চট্টগ্রামের মাঝিরঘাট স্ট্রান্ড রোডস্থ আমানত ট্রেডারস বিল্ডিং এর ৩য় তলায় আজ থেকে যাত্রা শুরু করলো অদিরা এন্টারপ্রাইজ । ২৫/০৭ ২০২২ দুপুর ২ ঘটিকায় মিলাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,নিউ দেশ মেরিন ওয়ার্কশপ এর কর্ণধার মোঃ মহাসিন ভুঁইয়া,জিহাদ এন্টারপ্রাইজ এর কর্ণধার মোঃ নবী,ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর কর্ণধার মোঃ কামাল,লাবনী এন্টারপ্রাইজ এর কর্ণধার মোঃ বাহার,আরো উপস্থিত ছিলেন জসিম মেম্বার,মোঃ আলী,মোঃ ইমাম,মোঃজসিম,
আরো উপস্থিত ছিলেন এত্র এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীবৃন্দ ।
আমি সকলের কাছে দোয়া চাই । আমি দীর্ঘদিন যাবত,কাঠের নৌকা সরবরাহকারী,জাহাজ চার্টার্ড বহনকারী ঠিকাদার এবং কমিশন এজেন্ট এর ব্যবসার সাথে জড়িত আজ থেকে অদিরা এন্টারপ্রাইজ নামে নতুন ব্যবসা প্রতিষ্ঠান এর পথচলা শুরু করলাম। সবার সহযোগীতা পেলে সফলতা পাবো বলে আশাবাদী ।