২৯শে ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার, ফয়েজ-নুরনাহার মিলনায়তনের চট্টগ্রাম একাডেমি হলে দৈনিক একাত্তর সংবাদ এর ৬ষ্ঠতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে । উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে দৈনিক একাত্তর সংবাদ এর চেয়ারম্যান ড.সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম জেলা প্রসিকিউটর(পিপি) ও চট্টগ্রাম মহানগর আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুন চৌধুরী । উক্ত অনুষ্ঠানের উদ্ভোদক ছিলেন,বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ন পরিচালক, বীর গেরিলা মুক্তিযোদ্ধা সজল আহমেদ । প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম রিপোর্টাস ইউনিটি এর সভাপতি,সৈয়দ দিদার আশরাফী । বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা যুগ্ন আহবায়ক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এর সাবেক বোর্ড সদস্য, কেবি এম শাহাজান । চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি মনোয়ার জাহান মনি । চট্টগ্রাম মহানগর জাতীয় সাংবাদিক সংস্থা এর সভাপতি এবং দৈনিক স্বপ্নের বাংলা এর প্রকাশক সম্পাদক ওসমান এহতেসাম । চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এর নেতা,সাংবাদিক ইসমাইল হোসেন চৌধুরী । জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগ এর সভাপতি ফইজুল আজাদ চৌধুরী । কথা ৭১ টিভি এর চেয়ারম্যান সজল কুমার নাথ । আনোয়ারা প্রেসক্লাব এর সভাপতি মোঃ মোজাম্মেল হক । প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন দৈনিক একাত্তর সংবাদ এর প্রতিষ্ঠাতা সম্পাদক সুমন সেন ।
এ ছাড়াও দৈনিক একাত্তর সংবাদ এর ৬ষ্ঠতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন সংগঠনের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গনমাধ্যমকর্মী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ।
বিজয়ের মাসে দৈনিক একাত্তর সংবাদ পত্রিকার পথচলা শুরু হয়েছিল দেখতে দেখতে সপ্তম বর্ষে পদার্পণ করলো । অতিথিবৃন্দ বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির বিকাশ সাধনের ফলে সারা বিশ্ব যেভাবে এগিয়ে চলেছে, আমাদের বাংলাদেশও সেই অগ্রগতির ধারা অব্যাহত রেখেছে । তথ্যপ্রযুক্তির এই যুগে দেশের প্রতিটি মানুষের কাছে প্রতিনিয়ত দেশের অবস্থা, ঘটনাবলি ও সার্বিক চিত্র পৌঁছে দেয়ার ক্ষেত্রে সংবাদ মাধ্যমের কোন বিকল্প নেই।
দৈনিক একাত্তর সংবাদ পত্রিকাটি বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনায় জনমনে পরিচিতি অর্জনে একধাপ এগিয়ে রযেছে। আমরা আশাবাদি রাষ্ট্রের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সকল পেশা শ্রেনীর মানুষের পাশে থেকে বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশে দৈনিক একাত্তর সংবাদ পত্রিকা অগ্রনী ভূমিকা অব্যাহত থাকবে। এ প্রতিষ্ঠা বার্ষিকীতে দৈনিক একাত্তর সংবাদ পত্রিকার উত্তর উত্তর সফলতা কামনা করেন বক্তরা ।