ফের বাড়ছে করোনায় সংক্রমণ ও মৃত্যু হার ভারতে। গেলো ২৪ ঘণ্টায় দেশটিতে ১১ হাজার ৮৫০ জন করোনাতে শনাক্ত হয়েছে। এতে করে করোনায় মোট শনাক্ত দাঁড়িয়েছে ৩কোটি ৪৪ লাখ ২৬ হাজার ৩৬ জন। আর সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৩০৮ জনে যা গত ২৪৭ দিনের মধ্যে সর্বনিম্ন। ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫৫ জনের মৃত্যু হয়েছে, এতে মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৬৩ হাজার ২৪৫ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে, করোনায় সংক্রমণ সংখ্যা ৩৬ দিন ২০ হাজারের নিচে ছিলো আর গেলো ১৩৯ দিন ধরে ৫০ হাজারের কম। সক্রিয় রোগীর সংখ্যা কমে ১ লাখ ৩৬ হাজার ৩০৮ জনে তে দাঁড়িয়েছে যা মোট সংক্রমণের শতকরা ০.৪০ শতাংশ। আর এই হার ২০২০ সালের মার্চ থেকে এখন পর্যন্ত সর্বনিম্ন। করোনা থেকে সুস্থতার হার ৯৮.২৬ শতাংশ যা মার্চ ২০২০ থেকে সর্বোচ্চ।
প্রতিদিনের করোনা পজিটিভ রেট শতকরা ০.৯৪ শতাংশ। গেলো ৪০ দিন ধরে তা শতকরা ২ ভাগের নিচে রয়েছে। সপ্তাহে করোনা পজিটিভের হার ১.০৫ পারসেন্ট। গত ৫০ দিন ধরে যা শতকরা ২ ভাগের কম রয়েছে।
এদিকে মৃত্যুর হার বেড়েছ ১.৩৫ শতাংশ। এখন পর্যন্ত ভারতে ১১১.৪ কোটির বেশি মানুষকে করোনা টিকার আওতায় আনা সম্ভব হয়েছে।