দুপুরে র্যাব ৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, মাদক ব্যবসায়ী সিএনজি করে মাদকের একটি বড় চালান নিয়ে চট্টগ্রামের বাঁশখালীর উদ্দেশ্যে যাচ্ছে এমন গোপন তথ্য পেয়ে অভিযান চালিয়ে মো. মহিউদ্দিন ও মো. মিরাজ উদ্দিন নামে দুই জনকে চেক পোস্ট বসিয়ে আটক করা হয়। এসময় সিএনজিতে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে দেশীয় তৈরী ১টি পিস্তল, ৩ টি ওয়ান শুটারগান ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, অস্ত্র দিয়ে তারা মাদকদ্রব্য কেনা বেচার সময় বেকআপ দেওয়া, তাদের প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীদের ভয় দেখানো বা ফাসানো এবং এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কাজ করে । তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।