দুই হাত না থাকা বাহার উদ্দিনকে সিম কার্ড দিয়েছে মুঠোফোন অপারেটর প্রতিষ্ঠান গ্রামীণফোন। আঙুলের ছাপ দিতে না পারায় বাহার সিম কার্ড কিনতে পারছিলেন না। কারন বাহারের দুই হাত নেই। এ নিয়ে সে খুব কষ্ট পেয়ছে। অবশেষে নাকি প্রতিবন্ধি জীবন উনার সামান্য একটা সিম ব্যবহারএ প্রতিবন্ধকতা হয়ে দাডাবে । কিন্ত তা হয়নি বাহারের সাথে। পাশে দাঁড়িয়েছে আমাদের গ্রামীণফোন । পরে আজ বুধবার বাহারের হাতে সিম কার্ড তুলে দেন গ্রামীণফোনের কর্মকর্তারা। বাহার পাসপোর্টের ফটোকপি দিয়ে সিম কার্ডটি বুঝে নেন।