চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মো. জাবেদ হোসেন (৩০) ও নাজমুল হোসেন (১২) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় দিদারুল আলম নামে আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।রোববার (২০ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইকোনমিক জোন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।‘রোববার দিবাগত রাতে মিরসরাই উপজেলায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন আরোহী গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হয়। এদের মধ্যে দুইজনকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি আরেকজনকে হাসপাতালে ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।