রাজধানীর মালিবাগ এলাকায় দুই বাসের রেষারেষিতে মেহেদী হাসান নামের এক তরুণ নিহত হয়েছেন। তিনি তুরাগ পরিবহনের একটি বাসের যাত্রী ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার সময় ওই তরুণের মাথা বাসের জানালার বাইরে ছিল, পাশ দিয়ে যাওয়ার সময় আরেকটি বাস তার মাথা পিষে দেয় বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুটি বাসকেই জব্দ করেছে হাতিরঝিল থানা পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে নেয়া হয়। বাস দুটিকে জব্দ করা হয়েছে।এ বিষয়ে পরে বিস্তারিত জানান হবে বলেও জানান এসআই শাহজাহান।