চট্টগ্রামের দুই নাম্বার গেইট এলাকার পলিটেকনিকেল মোড়ে আগুনে পুড়ে গেছে একটি পোষাক কারখানার বেশকিছু কাপড় ও যন্ত্রপাতি। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, সকাল পৌনে আটটার দিকে তারা জানতে পারেন বেবি সুপার মার্কেট সংলগ্ন আনোয়ার ড্রেস ম্যাকারস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের চারতলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের দশটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালানোর পর নিয়ন্ত্রনে আসে আগুন। তবে এ অগ্নিকান্ডে কোনধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানার শ্রমিকরা জানায়, সকালে অফিস ভবনের চারতলার গেট খুলতেই প্রচন্ড ধোঁয়া দেখতে পান তারা। তবে, কি কারণে আগুন লেগেছে তাৎক্ষনিকভাবে তা জানা না গেলেও প্রাথমিকভাবে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।