শুক্রবার বিকেলে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে দুই মাস ব্যাপী এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
এসময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য বিজন বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন বক্তব্য রাখেন।
পরে চকরিয়া বনাম রামু উপজেলা ফুটবল একাদশের মধ্যকার প্রথম খেলা অনুষ্ঠিত হয়।