চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার জিএম গেট এলাকায় আকিজ বিড়ির গোডাউনে দারোয়ান রাজিব উদ্দিন কবিরকে (৪০) খুন করে ডাকাতি করেছে দুর্বৃত্তরা।
দুর্বৃত্তদের হাতে খুন হওয়া দারোয়ান রাজিব উদ্দিন কবির লক্ষীপুর জেলার রামগতি উপজেলার বাসিন্দা।
বৃহস্পতিবার (১১ মার্চ) ভোর পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য- দারোয়ান রাজিব উদ্দিন কবিরকে শ্বাসরোধ করে হত্যার পর আকিজ বিড়ির গোডাউন থেকে ৪৯ কার্টন বিড়ি, ২টি মোবাইল সেট এবং নগদ ১ লাখ টাকা লুট করেছে ডাকাতরা।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবায়ের সৈয়দ জানান, ভোরে ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দারোয়ান কবিরের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
তিনি বলেন, এই ঘটনায় আকিজ বিড়ির গোডাউনের কর্মকর্তা মো. রিদওয়ান বাদি হয়ে থানায় একটি মামলা করেছেন। জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।