টার্মিনাল ভবনের পাশে স্থাপিত থাই রাজার প্রতিকৃতির সামনে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। কিছুক্ষণ পর পুলিশের একটি ভ্যানে করে সুপ্রিম কোর্টে নিয়ে যায় নিরাপত্তা বাহিনী। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে। তার ৮ বছরের সাজা রয়েছে বিরুদ্ধে। যদিও এসব অভিযোগকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করেছেন তিনি।
বাবার আগমনে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে পেতোংটার্ন শিনাওয়াত্রা লিখেছেন, ‘থাইল্যান্ডে আবারও স্বাগতম বাবা।’
প্রিম কোর্ট বিবৃতিতে জানিয়েছে, থাকসিন সিনাওয়াত্রা আগামী ৮ বছরের জন্য কারাগারে বন্দি থাকবেন। এরপরই তাকে ব্যাংককের কারাগারে নেওয়া হয়।
আইনিপ্রক্রিয়া মেনেই এই রায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তার মেয়ে।
২০০৬ সালে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন ইংলাক সিনাওয়াত্রার বড় ভাই থাকসিন সিনাওয়াত্রা। বড় দুর্নীতির অভিযোগ এড়াতে দেশ ছাড়েন তিনি।