এন প্লাস ডেস্কঃ
আজ শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে পতেঙ্গা থেকে জাহাজে উঠেছেন ১ হাজার ৭৭৮ জন। আর আগামীকাল (২০ জানুয়ারি) রোজ শনিবার যাবেন প্রায় ১৩শ’ জন রোহিঙ্গা।
এর আগে, বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কক্সবাজারের উখিয়া থেকে রোহিঙ্গাদেরকে নিয়ে কয়েকটি বাস চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। এভাবে সন্ধ্যা পর্যন্ত ৩৭টি বাসে ১,৭৮০ রোহিঙ্গাকে চট্টগ্রামে নেয়া হয়।
উখিয়া ডিগ্রি কলেজ ক্যাম্পাসে আরো কয়েকটি বাস রোহিঙ্গাদের নিয়ে যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে।
এর আগে, গত ৪ ডিসেম্বর কক্সবাজারের আশ্রয়কেন্দ্র থেকে প্রথম দফায় ১ হাজার ৬৪২ জন এবং গত ২৮ ডিসেম্বর দ্বিতীয় দফায় ১ হাজার ৮০৫ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছিলো