গাজীপুরের তুরাগ নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ ৯ -আগষ্ট-২০২২ ইং রোজ মঙ্গলবার বেলা আনুমানিক ১১:০০ ঘটিকার সময় তুরাগ নগরীর ১৩ নং ওয়ার্ডের কড্ডা খোয়ারপাড়া দেওয়ান বাড়ি মসজিদের পাশ দিয়ে বয়ে চলা তুরাগ নদীতে দুইটি শিশু গোসল করতে নামে একপর্যায়ে হঠাৎ করে প্রথম শিশুটি কে পানির নিচে তলিয়ে যেতে দেখা যায়, তাৎক্ষণিক দ্বিতীয় শিশুটি প্রথম শিশুটিকে বাঁচাতে নদীতে ঝাপ দিলে দ্বিতীয় শিশুটি ও পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা জানান শিশু দুটিকে জ্ঞানহীন অবস্থায় নদীতে পাওয়া যায় এবং তাৎক্ষণিক নিকটতম চিকিৎসা কেন্দ্র নিয়ে যাওয়া হয় ডাক্তার দেখে তাদেরকে মৃত্যু ঘোষণা করেন মৃত্যু দুই ব্যক্তি ছিলেন দেওয়ানবাড়ি কড্ডা খোয়ারপাড়ার আকবর আলীর ছেলে সাঈম(১২) এবং একই এলাকার ইদ্দি ড্রাইভারের নাতি শিশির (১১) উভয়ে পরিবারে নেমে এসেছে এক শোকের ছায়া । এই মৃত্যুর জন্য কোন পরিবারই এখন পর্যন্ত কাউকেই সন্দেহ করছেন না । তাই এখনই তারা কোন মামলার প্রস্তুতি নিচ্ছেন না যদি সন্দেহজন কোন আলামত তারা খুঁজে পান তাহলে হয়তোবা মামলা করার সিদ্ধান্ত নিতে পারেন বলে গনমাধ্যমকে জানিয়েছেন ।