দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য সংবলিত দর্শনীয় এলাকাগুলোতে ভ্রমণকারীদের উপস্থিতিও বেশ লক্ষণীয়। গত দুই দিন ধরেই পর্যটকের এমন ভিড় লেগে রয়েছে। তিন দিনের সরকারি ছুটিতে কক্সবাজার সৈকতে পর্যটকের ভিড় দেখা গেছে।
বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের ছুটিসহ সাপ্তাহিক দুই দিনের ছুটিতে পর্যটকের ভিড় বেড়ে যায়। সমুদ্রসৈকতে পরিবারের সদস্যদের নিয়ে বালিয়াড়িতে দৌড়ঝাঁপ, সমুদ্রস্নান, মেরিন ড্রাইভ ভ্রমণ, সূর্যাস্ত দেখাসহ আনন্দমুখর সময় কাটাচ্ছেন ভ্রমণকারীরা। সাগরপাড়ের সুগন্ধা পয়েন্ট, লাবণী, কলাতলী ও কবিতা চত্বর বিচ পয়েন্টে বিপুলসংখ্যক পর্যটকের আনাগোনা দেখা গেছে।
শুক্রবার সৈকতে দেখা গেছে, বহুসংখ্যক ভ্রমণকারী ভিড় জমিয়েছেন বালিয়াড়িতে। রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থেকে আকতার উদ্দিন দম্পতি জীবনে প্রথমবার এসেছেন কক্সবাজারে। ব্যবসায়ী আকতার বলেন, ‘এই প্রথমবার এসে কক্সবাজারকে দেখলাম। একসঙ্গে এত বিপুলসংখ্যক মানুষ আর দেখিনি। সৈকতে এত বেশি মানুষ দেখে মনে হচ্ছে, এটা ঢেউয়ের সমুদ্র নয় যেন মানুষের সমুদ্র।
Leave a Reply