ছুরি মেরে হত্যা করেছেন মাদক কারবারিরা নারায়ণগঞ্জের কিল্লারপুল এলাকায় সাজিদ হোসেন (১৮) নামের এক তরুণকে। রবিবার রাতে এই ঘটনা ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার রাতে হাজীগঞ্জ কিল্লার পাশের মাঠে ব্যাডমিন্টন খেলা ও মাদক কারবারে বাধা দেওয়া নিয়ে একই এলাকার মাদক কারবারি দুই ভাই আদম ও কদমের সঙ্গে সাজিদের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে সাজিদকে ছুরি দিয়ে বুকে আঘাত করে গুরুতর জখম করেন মাদক কারবারি দুই ভাই। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় পরে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. শাহ জামান জানান, সাজিদ হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।