রাজধানীর শ্যামপুর এলাকা থেকে ১২ আইপিএল জুয়াড়িকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
আটকরা হলেন, বাচ্চু মিয়া (৪৩), হুমায়ুন কবির (৩৭), ইমাম হোসেন (২১), ছানু পরামানিক (৩৫), স্বপন বেপারী (২১), দুলাল হোসেন বেপারী (৩৮), সুজন (৩০), মুরাদ বেপারী (৩৫), সাইদুল ইসলাম (৩৯), হৃদয় (১৮), মুন্না (১৮) ও সাইদুল (২১)।
সোমবার (০৩ মে) রাতে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে র্যাব-১০ এর একটি দল রাজধানী শ্যামপুর থানার পশ্চিম ধোলাইপাড় এলাকায় অভিযান চালায়। অভিযানে টেলিভিশনে সম্প্রচারিত আইপিএল খেলা নিয়ে জুয়া খেলা অবস্থায় ১২ জন জুয়াড়িকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি টেলিভিশন, একটি রিমোট কন্ট্রোল, ৮ টি মোবাইল ফোন ও ছয় হাজার ৭৩০ টাকা জব্দ করা হয়।আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।