সরকারি ও বেসরকারি পর্যায়ে ২৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাবে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার জাতীয় ও জেলা পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখায়। এ জন্য ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার নীতিমালা-২০২১’ প্রণয়ন করেছে সরকার।
জাতীয় পর্যায়ে ব্যক্তির ক্ষেত্রে দুই লাখ টাকা ও দলের ক্ষেত্রে প্রতিজন এক লাখ টাকা এবং জেলা পর্যায়ে ব্যক্তির ক্ষেত্রে এক লাখ ও দলের ক্ষেত্রে প্রতিজন ৫০ হাজার টাকা পাবেন। উভয় ক্ষেত্রে ক্রেস্ট ও সম্মাননাপত্র এবং দলের ক্ষেত্রে ল্যাপটপ দেওয়া হবে। এর আগে চারবার এ পুরস্কার দেওয়া হলেও এবার পুরস্কার দেওয়ার ক্ষেত্রে পূর্ণাঙ্গ নীতিমালা করা হয়েছে।
ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ রূপকল্প-২০২১ ঘোষণা করেন। প্রতিবছর ১২ ডিসেম্বরকে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ হিসেবে উদযাপন করছে সরকার।