ট্রাক নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে টার্গেট করে গত পাঁচ বছরে প্রায় ৫০টি ডাকাতির ঘটনা ঘটিয়েছে এমন একটি ডাকাত চক্রের মূল হোতাসহ তিন জনকে আটক করেছে পুলিশ। সিএমপির উপ কমিশনার আবদুল ওয়ারিশ জানান, চক্রের মূল হোতা হাতিয়ার পশ্চিম বড়ডেল গ্রামের নুর নবী এলাকার মানুষের কাছে সংগঠক ও সমাজ সেবক হিসেবে পরিচিত। ডাকাতির টাকা দিয়ে এলাকায় বিভিন্ন সেবামূলক কাজ করতো সে। ২০ থেকে ২৫ জন আন্ত:জেলা ডাকাত দলের নেতা নুর নবী। গরু চুরি দিয়ে শুরু করলেও গত ১১ বছর ধরে সে ডাকাতি করে আসছে। উদ্ধার করা হয়েছে লুন্ঠিত মালামাল।
সম্প্রতি খাজা ট্রেডার্স গুদাম থেকে প্রায় ৩৩ লাখ টাকা মূল্যের ১০১ কার্টন পণ্য নিয়ে যায় ডাকাতরা। চোরাই পণ্যগুলো মাত্র ১৯ লাখ টাকা দিয়ে কুমিল্লার শাজাহান ও তার ছেলে শান্ত’র কাছে বিক্রি করে দেয়া হয়। আটক নুর নবীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসবাদ ও ডাকাতির সাথে জড়িত অন্যানদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সট : আবদুল ওয়ারিশ, উপ কমিশনার, সিএমপির