জনগণকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং থানা। মাস্ক পরলেই বিনামূল্যে দেওয়া হচ্ছে আরও দুইটি মাস্ক।
ডবলমুরিং থানার ৬টি বিটের ৬০টি স্পটে মঙ্গলবার (২৩ মার্চ) ‘মাস্ক পরলে মাস্ক ফ্রি’ শিরোনামে এ কর্মসূচি পালন করা হয়। এর মাধ্যমে শহর এলাকার বাসযাত্রী, পথচারীসহ সবাইকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করা হচ্ছে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় কর্মসূচির আওতায় এ কর্মসূচি। জনগণ যাতে মাস্ক পরতে সচেতন হয় সেজন্যই এ কর্মসূচি। ’
তিনি জানান, ডবলমুরিং থানার ৬টি বিটের ৬০টি স্পটে পুলিশ ও স্বেচ্ছাসেবকরা অবস্থান করে মানুষের মধ্যে মাস্ক বিলি করছেন। যারা মাস্ক পরে আসেননি তাদের একটি এবং যারা মাস্ক পরে এসেছেন তাদের উপহার হিসেবে দুইটি মাস্ক দেওয়া হচ্ছে।
মাসব্যাপী মাস্ক পরলে মাস্ক ফ্রি কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান ওসি মোহাম্মদ মহসীন।